Karandighi CPIM Deputation : দুর্নীতির অভিযোগ, করণদিঘিতে বিডিওকে ডেপুটেশন সিপিআইএমের - CPIM SUBMITS A DEPUTATION TO BDO IN KARANDIGHI
মহম্মদ সেলিমের পর রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য উত্তম পাল পুলিশ না রেখে বিদেশি কুকুর পোষার নিদান দিলেন । সোমবার করণদিঘির বিডিওর কাছে ডেপুটেশন দেওয়ার আগে এই মন্তব্য করেন তিনি (Karandighi cpim activist Deputation)। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ নিয়ে বিডিও-র কাছে ডেপুটেশন দেয় সিপিএমের করণদিঘি ও ডালখোলা যৌথ এরিয়া কমিটি । এদিন করণদিঘি সমষ্টি উন্নয়ন দফতরের সামনে সিপিএমের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ করণদিঘি ব্লকে পুকুরের টাকা চুরি থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিয়েছে যারা, তাদের যেন উপযুক্ত শান্তি দেওয়া হয় ।