CPIM Agitation: সিপিএমের আন্দোলন ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জ - CPIM Agitation
সিপিএমের আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জের কর্নজোড়ার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন (CPIM Agitation in Uttar Dinajpur)। মিছিলে চলল জলকামান ৷ এমনকী মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ । ঘটনায় আহত বেশ কয়েকজন সিপিএমের কর্মী সমর্থকরা। পঞ্চায়েত স্তরে একাধিক দুর্নীতি ইস্যুতে পূর্বঘোষিত সূচী অনুযায়ী রায়গঞ্জে আন্দোলনে এদিন আন্দোলনে নামে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটি । আন্দোলনের অঙ্গ হিসেবে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়েছে দলের মিছিল। যেখানে জেলার প্রতিটি ব্লক থেকে দলীয় নেতা-কর্মীরা যোগ দিয়েছিলেন সেই মিছিলে । আন্দোলনে শক্তি জোগাতে সামিল হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পলাশ দাস ।