Councillor clean medical college : ঝাড়ু হাতে মেডিকেল কলেজ চত্বরে সাফাইয়ে কাউন্সিলর - Councillor clean medical college in malda
ঝাড়ু হাতে মেডিকেল কলেজ চত্বরে সাফাইয়ে ব্যস্ত কাউন্সিলর (Councillor clean medical college)। সাম্প্রতিক সময়ে এমন ছবি মালদা শহরবাসী দেখেননি। দেশের প্রধানমন্ত্রী যদি এই কাজ করতে পারেন তবে একজন কর্মী হিসেবে এটা তাঁর কর্তব্য, মন্তব্য কাউন্সিলরের। বিআর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয় সাফাই কর্মসুচি। সেই কর্মসূচির শেষ দিনে মালদা মেডিকেল চত্বর সাফাই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার 29নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথ-সহ জেলা বিজেপির নেতা-কর্মীরা। ঝাড়ু হাতে সমগ্র মেডিকেল চত্বরে সাফাই করতে দেখা যায় কাউন্সিলরকে।