কৃষ্ণনগরে শুরু কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান - কৃষ্ণনগরে কোরোনা টীকাকরণ
কোরোনা টিকাকরণের প্রস্তুতি শুরু হল নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে । আজ সদর হাসপাতাল ছাড়াও বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল ও নবদ্বীপ স্টেট জেনেরাল হাসপাতালে মক ড্রিল বা ড্রাই রান চলবে বলে জানালেন নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায়।
Last Updated : Jan 8, 2021, 1:34 PM IST