পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Controversial Comment of TMC Leader : ডান্ডা মেরে ঠান্ডা করে দেব, বিরোধীদের হুমকি তৃণমূল নেতার

By

Published : Apr 15, 2022, 7:04 PM IST

রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, সামনে আসছে একের পর এক ধর্ষণের অভিযোগ, তখন এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য শোনা গেল এক তৃণমূল নেতার মুখে (controversial comment of TMC leader of Bhagwangola) ৷ মুর্শিদাবাদের ভগবানগোলার ব্লক সভাপতি আফরোজ সরকারের এক ভিডিও বার্তা সামনে এসেছে ৷ বিরোধী বিশেষত বামেদের উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "ধর্ষণের অভিযোগের প্রমাণ দেখাতে না পারলে মাঠে নেমে,ডান্ডা মেরে ঠান্ডা করে দেব । বামেরা মিথ্যা অভিযোগ করছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা কথা বললে রাস্তায় নামব, রাস্তায় নেমে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব ৷ " তাঁর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details