পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant Attack in Naxalbari : নকশালবাড়িতে বাড়ি থেকে জমিতে তাণ্ডব চালাল দাঁতাল - Elephant Attack in Naxalbari

By

Published : May 12, 2022, 10:12 PM IST

ফের হাতির হানায় তছনছ ফসল ও একাধিক বাড়ি। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের মাল্লাবাড়ি এলাকায় হান্ডিবস্তিতে একটি দাঁতাল হাতি হানা দেয় (Elephant Attack in Naxalbari)। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি হাতি টুকুরিয়াঝাড় জঙ্গল থেকে দলছুট হয়ে হান্ডিবস্তিতে ঢুকে পড়ে। প্রথমে গ্রামের পাশে থাকা ধান জমিতে তাণ্ডব চালায় ওই হাতিটি ৷ এরপর লোকালয়ে ঢুকে পড়ে। দু'টি বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে মজুত রাখা চাল ও গম সাবার করে ধানের জমিতে ফের হানা দেয় গজরাজ। হাতির হানায় চাষের জমি ক্ষতি হওয়া নিয়ে চিন্তায় কৃষকরা। বনবিভাগের পক্ষ থেকে তেমন কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে কৃষকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details