পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bagdogra Electrocuted বাগডোগরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - বাগডোগরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

By

Published : Aug 23, 2022, 10:40 AM IST

নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের (Construction Worker Dies Due to Electrocution)। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকার এয়ারপোর্ট মোড়ে । ওই শ্রমিকের নাম মহম্মদ আলফাস (31) । বাড়ি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকায় । তবে তিনি কর্মসূত্রে বাগডোগরা এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন । জানা গিয়েছে, এদিন ওই শ্রমিক ওই নির্মীয়মান বহুতল বাড়িটিতে লোহার রডের কাজ করছিলেন। সেই সময় কোনও কারণে ছাদের উপরে থাকা হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি । এরপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহুতল বিল্ডিং থেকে নিচে পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details