Bharat Singh Solanki : কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কিকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরলেন স্ত্রী - Bharat Singh Solanki
গুজরাতের প্রাক্তন কংগ্রেস সভাপতি ভরত সিং সোলাঙ্কি আবারও শিরোনামে ৷ সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর স্ত্রী রেশমা প্যাটেল অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছেন (Congress leader in Gujrat was caught red-handed by his wife with a young woman) ৷ স্ত্রী'র সঙ্গে এমনিতেই সম্পর্ক নিয়ে আইনি জটিলতা চলছে রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতির ৷ এরইমধ্যে এই ঘটনা নয়া মোড় আনল ৷ আনন্দের আশ্রয় বাংলোতে স্বামীকে এদিন অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেন রেশমা দেবী ৷
TAGGED:
Bharat Singh Solanki