পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Coin Recovered: বস্তা ভর্তি প্রায় আড়াই লক্ষ টাকার কয়েন উদ্ধার - Coin Recovered

By

Published : Jul 30, 2022, 5:36 PM IST

পাঁচবস্তা ভর্তি প্রায় আড়াই লক্ষ টাকার কয়েন উদ্ধার করল নানুর থানার পুলিশ (Coin Recovered)। পাঁচটি বস্তায় এক-দুই ও পাঁচ টাকার কয়েন বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ খবর পেয়ে নানুর থানার পুলিশ উদ্ধার করে কয়েনগুলি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ টাকার কয়েনগুলি ৷ নানুরের পালিতপুর মোড়ে পুলিশ কয়েন ভর্তি বস্তাগুলি আটক করে ৷ কোনও এক ব্যক্তি কয়েন ভর্তি বস্তাগুলি বাসে তুলে দিয়েছিল । কলকাতায় অপর এক ব্যক্তির নামিয়ে নেওয়ার কথা ছিল ৷ এক, দুই, পাঁচ টাকার কয়েন ভরা রয়েছে বস্তাগুলিতে ৷ এত পরিমাণ কয়েন কে, কী কারণে মজুত করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ যে ব্যক্তি কয়েন ভর্তি বস্তাগুলি বাসে তুলে দিয়েছে তার খোঁজ করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details