পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tehatta Martyr: ট্যাঙ্কার বিস্ফোরণে শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল তেহট্টের গ্রামে - শহিদ জওয়ান সুকান্ত মণ্ডল

By

Published : Oct 9, 2022, 1:38 PM IST

উত্তর প্রদেশে সেনা ট্যাঙ্কার বিস্ফোরণে শহিদ জওয়ান সুকান্ত মণ্ডলের কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছলো (Coffined Body of Martyred Jawan Returned)। শনিবার নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ায় তাঁর নিজের বাড়িতে দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা । রীতি অনুযায়ী জওয়ানদের তরফ থেকে তাঁকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় । বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা এলাকায় সেনা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় সুকান্তর । সেই সময় আহত হয়েছিলেন চালক-সহ তিনজন । 2020 সালের ভারতীয় সেনায় যোগদান করেন সুকান্ত । চলতি মাসের 13 তারিখে বাড়ি ফেরার কথা ছিল তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details