পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja 2022: নারীমন কাঁচের মতো ঠুনকো নয়, চোরবাগান সর্বজনীনের পুজোয় এবার বিশেষ বার্তা

By

Published : Sep 30, 2022, 7:05 PM IST

উত্তর কলকাতার অন্যতম বড় পুজো (Durga Puja 2022) চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbojonin Durgotsab Samity) । 87তম বর্ষে এ বছরে তাদের থিম 'অন্তরশক্তি'। এই থিমের রূপদান করেছেন শিল্পী বিমল সামন্ত। প্রতিমা শিল্পী সুব্রত মিধা। মণ্ডপটি ভাঙা বোতল, কাঁচের টুকরো ও লোহার নানা কাঠামো দিয়ে তৈরি হয়েছে ৷ পুজো মণ্ডপ বিকশিত হচ্ছে নানা আলোর খেলায়। উদ্যোক্তাদের কথায়, নারী মন কাঁচের মতোই নরম বলে এখনও মনে করেন সমাজের একাংশের মানুষ। তবে এই নারীশক্তির হাতেই বধ হয়েছিল অসুর। তাই নারীদের যাতে ঠুনকো বা নরম ভাবা না-হয় সেই বার্তাই দিচ্ছে এবার চোরবাগান সর্বজনীন।

ABOUT THE AUTHOR

...view details