Moloy Ghatak: স্বমহিমায় মলয় ঘটক, আসানসোলে উচ্ছাস তৃণমূল-কর্মীদের - মলয় ঘটক
দিন কয়েক ধরে জোর গুজব ছড়িয়েছিল মন্ত্রিসভার রদবদলে হয়ত মলয় ঘটককে সরিয়ে সাংগঠনিক দায়িত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Asansol TMC Workers are Happy)। আর তা নিয়ে সোশাল মিডিয়া তোলপাড় ছিল কয়েক দিন ধরে । কিন্তু শেষ পর্যন্ত মলয় ঘটকেই আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী । শুধু তাই নয়, মলয় ঘটকের পুরনো দফতর 'শ্রমদফতর'-এর দায়িত্বও বণ্টন করা হয়েছে তাঁকে । প্রদীপ মজুমদার, মলয় ঘটক জেলা থেকে দু'জন মন্ত্রী হওয়ায় রাত থেকেই উচ্ছাস শুরু হয়েছে আসানসোলে। বাজি পুড়িয়ে, আবির খেলে উচ্ছ্বাসে মাতেন তৃণমূলকর্মীরা । পাশাপাশি শ্লোগানে তাঁরা ধন্যবাদ জ্ঞাপনও করেছেন মুখ্যমন্ত্রীকে ।