পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Chhath Puja : ছটপুজোয় সূর্য ওঠার আগে শিবপুর গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের - Shibpur

By

Published : Nov 11, 2021, 11:00 AM IST

সূর্য ওঠার আগে থাকতে শিবপুর গঙ্গার ঘাটে জড়ো হয়েছিলেন ভক্তরা ৷ নদীর জলে দাঁড়িয়ে ছিলেন সূর্য ওঠার অপেক্ষায় । আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হল ছটপুজো, স্নান ৷ হাওড়াবাসী পুণ্যার্থীরা স্নান সারলেন শিবপুর গঙ্গার ঘাটে ৷ এই ঘাটে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতোই । কড়া নজরদারির ব্যবস্থা করেছে হাওড়া সিটি পুলিশ । সেখানে রয়েছেন শিবপুর থানার আইসি । মাইকে কোভিড বিধিনিষেধের ঘোষণাও চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details