পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja 2022: 'ষোলো কলা পূর্ণ' থিমে নজর কাড়ল চেতলা অগ্রণী

By

Published : Oct 4, 2022, 10:12 PM IST

আজ মহানবমী । যে ভিড় মহালয়ার পর থেকে শুরু হয়েছিল তা যেন দুর্গা পুজোর অন্তিম দিনে এসে আজ পূর্ণতা পেল চেতলা অগ্রণীতে (Chetla Agrani Durga Puja) । যত বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমেছে ততই ভিড় উপচে পড়ার মতো । আর এই ভিড় খুবই স্বাভাবিক একে পুজো শেষ হয়ে যাওয়ার দুঃখ আজ থেকেই সকলের মনে, অন্যদিকে অন্যান্য বছরের মতো এই বছরের ভাবনায় এবং প্রতিমা সাজে নতুনত্বের ছোঁয়া সবার মন কেড়েছে । তাই দূরদুরান্ত থেকে লোক মুখে শুনে একবার শেষ বেলায় অগ্রণীর মণ্ডপ ও প্রতিমা দর্শন করার আগ্রহ আট থেকে আশির । ঘণ্টাখানেক লাইন দিয়ে মণ্ডপে প্রবেশ করতে পেরে দর্শনার্থীদের সেই জ্বালা জুড়াচ্ছে । 30 বছরে পা-দিল চেতলা অগ্রণীর পুজো । পুজোর থিম ষোলো কলা পূর্ণ । থিমের সঙ্গে সাযুজ্য রেখেই কলার বিভিন্ন অংশ দিয়ে বানানো হয়েছে পুরো মণ্ডপ । যদিও এই জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের মেশিন । এছাড়াও কলা, মোচা, থোড়, কলা পাতা, কলা গাছের কান্ড, শুকনো কলা পাতারও ব্যবহার হয়েছে এখানে ।

ABOUT THE AUTHOR

...view details