পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

21 July : রাজ্য থেকে দেশ, একুশের সেকাল-একালে মমতা - 21 july

By

Published : Jul 21, 2021, 8:41 PM IST

Updated : Jul 21, 2021, 10:16 PM IST

1993-এর 21শে জুলাই থেকে আজকের 21 ৷ কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রতি বছর শহিদ দলীয় কর্মীদের স্মরণে পালন করেন একুশে জুলাই ৷ সেদিনের যুব নেত্রী থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মননেও একই জায়গায় রয়েছে অমর একুশ ৷ এতদিন একুশে জুলাইয়ের শহিদ দিবসে প্রাধান্য পেত কেবল রাজ্য-রাজনীতি ৷ আজ তাঁর বক্তব্যে একাধিকবার উঠে এল কেন্দ্রীয় সরকারের কথা ৷ লোকসভা নির্বাচনের আড়াই বছর বাকি থাকলেও আজকের শহিদ দিবসে কোথাও যেন লোকসভা লড়াইয়ের ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : Jul 21, 2021, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details