পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Artist of Chandrakona: সাধ থাকলেও সাধ্য নেই! তাই পেনসিল দিয়ে তৈরি করে কেদারনাথ দর্শন শুভজিতের - পেনসিল কেটে বানিয়েছিলেন ক্ষুদ্রতম অশোক স্তম্ভ আর তাতে তাঁর ইন্ডিয়া বুক অব রেকর্ডে নামও উঠেছিল

By

Published : Jul 8, 2022, 6:34 PM IST

বাড়িতে বসেই কেদারনাথ দর্শন, চক পেনসিল কেটে তৈরি হল কেদারনাথের মন্দির। এমনই এক কেদারনাথ মন্দির গড়ে তাক লাগালেন চন্দ্রকোনার শুভজিৎ প্রামাণিক (Chandrakona Artist Suvojit Pramanik Made Kedarnath temple by Pencil)। মন্দিরের উচ্চতা 5 সেন্টিমিটার, চওড়া 3.5 সেন্টিমিটার ৷ আর তারমধ্যেই রয়েছে সুক্ষ্মভাবে মন্দিরের কারুকার্য। এর আগেও শুভজিৎ বেশ কয়েকটি হাতের সুদক্ষ কাজ করে তাক লাগিয়েছিলেন। পেনসিল কেটে বানিয়েছিলেন ক্ষুদ্রতম অশোক স্তম্ভ ৷ এর জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডে নামও উঠেছিল। শুভজিৎ জানান, দু'বছর করোনার জেরে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা। এবছর পুনরায় তা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছে তাঁর। কবে যাওয়া হবে জানেন না ৷ শেষমেশ বাড়িতে বসেই নিজের হাতের শিল্পকলায় কেদার দর্শন হল শুভজিতের।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details