Chaltaberia Earthen Pottery Cluster : চালতাবেড়িয়া মৃৎশিল্পী ক্লাস্টারের উদ্যোগে কর্মশালা - চালতাবেড়িয়া মৃৎশিল্পী ক্লাস্টারের উদ্যোগে মৃৎশিল্পের কর্মশালা অনুষ্ঠিত হল
উত্তর 24 পরগনা চালতাবেড়িয়া মৃৎশিল্পী ক্লাস্টারের উদ্যোগে এবং বারাসাত ব্লক 1 ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলবার সকালে (Chaltaberia Earthen Pottery Cluster)। বারাসাত 1 নং ব্লকের দত্তপুকুর 2 নং অঞ্চলের পালপাড়ায় মৃৎশিল্প বিখ্যাত। এই শিল্পকে কিভাবে রাজ্য, দেশ বা দেশের বাইরে আরও ছড়িয়ে দেওয়া যায়, সেই দিকে লক্ষ্য রেখে এই কর্মশালা অনুষ্ঠিত করা হল। এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান, বারাসাত 1নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র ৷
Last Updated : Apr 12, 2022, 9:47 PM IST