Amit Shah at Sourav's House : বেহালায় সৌরভের বাড়িতে নৈশভোজে যাওয়ার পথে অমিত শাহকে বিপুল অভর্থ্যনা বিজেপি কর্মীদের - সৌরভের বাড়িতে শাহ’র নৈশ্যভোজে উৎসাহ বিজেপি কর্মীদের মধ্যে
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার রাতে নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Central Home Minister Amit Shah at Sourav Ganguly's House for Dinner) ৷ বীরেন রায় রোডে মা মঙ্গলচণ্ডী ভবনে তাঁর নৈশভোজকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত (BJP workers excitement over Amit Saha's visit to Sourav's house) ৷ বেহালা চৌরাস্তার মোড়ে অমিত শাহকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ৷ অমিত শাহ’র গাড়ি বেহালা চৌরাস্তার মোড়ে পৌঁছতেই অমিত শাহ’র নামে জয়ধ্বনি শুরু করেন বিজেপি কর্মীরা ৷ এ দিন প্রিন্স অফ ক্যালকাটার বাড়িতে নিরামিষাশী শাহ’র আপ্যায়নে ছিল পুরোদস্তুর বাঙালি ভোজ ৷ মেনুতে ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, আলুর দম, ভেজিটেবল কাটলেট এবং পনির ৷ সঙ্গে ছিল পঞ্জাবি খাবার ডাল মাখানি ৷ আর শেষ পাতে মিষ্টিতে ছিল, রসগোল্লা, মিষ্টি দই এবং কাজু বরফি ৷ এ দিন অমিত শাহ’র সঙ্গে রাজ্য বিজেপির দুই শীর্ষনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে উপস্থিত ছিলেন ৷