পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagaddal Shootout: জগদ্দলে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল - Jagaddal Shootout

By

Published : Jul 16, 2022, 8:18 PM IST

শুক্রবার জগদ্দল থানার রুস্তম গুমটি অঞ্চলে রিজায়ান আলি নামের এক যুবককে ভর সন্ধেয় গুলি করে খুন করে দুষ্কৃতীরা (Jagaddal Shootout) ৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ শনিবার থমথমে পরিবেশ এলাকায় ৷ বন্ধ সমস্ত দোকান ৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ-সহ ব়্যাফ । ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে, ফলে 15 দিনের মধ্যেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে তিন যুবক প্রাণ হারান । সমাজ বিরোধীদের দৌরত্ম্য কমাতে সক্রিয় হবে পুলিশ প্রশাসন ।"

ABOUT THE AUTHOR

...view details