পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Charred Body : গ্যারাজের পরিত্যক্ত গাড়িতে আগুন, ভিতর থেকে উদ্ধার দগ্ধ দেহ - Burnt Body Rescued From Abandoned Car In Cooch Behar

By

Published : Dec 1, 2021, 2:18 PM IST

Updated : Dec 1, 2021, 4:52 PM IST

দীর্ঘ দেড় বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়িতে হঠাতই আগুন ৷ আগুন নিভে যাওয়ার পর সেই পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হল একটি দগ্ধ দেহ (charred Body found From Abandoned Car In Purulia) ৷ বুধবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর সংলগ্ন চকচকা চেকপোস্ট সংলগ্ন এলাকার একটি গ্যারাজে ৷ পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে। খুন করে মৃতদেহ পরিত্যক্ত গাড়িতে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কি না খতিয়ে দেখছে পুলিশ ৷
Last Updated : Dec 1, 2021, 4:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details