পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Aadhar Cards in Garbage : পোস্ট অফিসের পাশের আবর্জনায় আধার কার্ডের স্তূপ, ব্যাপক চাঞ্চল্য সুতিতে - Bunches of aadhar card are in garbage beside post office at Aurangabad

By

Published : Jan 31, 2022, 2:19 PM IST

আবর্জনায় পড়ে নষ্ট হচ্ছে 'সাধারণ মানুষের অধিকার' আধার কার্ড ৷ তাও আবার পোষ্ট অফিসের ঠিক পাশেই ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা সুতি থানার অরঙ্গাবাদে (Bunches of aadhar card are in garbage beside post office at Aurangabad)। পোষ্ট অফিসের পাশের আবর্জনায় কীভাবে এল এত আধার কার্ড, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত চেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পোষ্ট অফিসের দায়বদ্ধতা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details