BSF Jawan: কর্তব্যরত অবস্থায় পদ্মায় তলিয়ে গেল বিএসএফ জওয়ান - BSF jawan drowned in Padma while on duty
কর্তব্যরত অবস্থায় স্পিড বোট থেকে পড়ে পদ্মায় তলিতে গেলেন এক বিএসএফ জওয়ান (BSF)। শুক্রবার ভোররাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগনহ থানার গিরিয়া সীমান্তে । বিএসএফের 115 নম্বর ব্যাটেলিয়নের ভাগীরথী বিওপির ওই জওয়ান বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে পদ্মায় টহলদারি চালাচ্ছিলেন । অসতর্কভাবে তিনি জলে পড়ে তলিয়ে যান । এখনও তাঁর কোনও হদিশ মেলেনি । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ জওয়ানের নাম অমিত কুমার (25)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ।