SSC Protest Rally : এসএসসি দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবি - পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির যুব মোর্চা
এসএসসিতে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল আর এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী। তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে ৷ এই দাবি তুলে এবার রাস্তায় নামল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির যুব মোর্চা (bjp yuva morcha agitation against ssc recruitment scam)। মঙ্গলবার বিজেপির যুব মোর্চার তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাতে পথ অবরোধের পাশাপাশি বিক্ষোভও দেখানো হয় ৷ ওই মিছিলে পার্থ চট্টোপাধ্যায়ের ড্যামি সাজিয়ে তাকে বেঁধে নিয়ে গোটা শহর জুড়ে ঘোরানো হয়। এছাড়াও দুর্নীতির প্রতিবাদে পোড়ানো হয়েছে কুশপুতুল ৷
TAGGED:
SSC Protest Rally