Kolkata Corporation Election 2021 : হয়নি প্রার্থী ঘোষণা, তার আগেই কলকাতায় পৌরভোটের প্রচার শুরু বিজেপির - হয়নি প্রার্থী ঘোষণা, তার আগেই কলকাতায় পৌরভোটের প্রচার শুরু বিজেপির
কলকাতা পৌরনিগম ভোটের (Kolkata Corporation Election) দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার ৷ তার পরের দিন থেকেই শুরু হয়ে গেল বিজেপি'র দেওয়াল লিখন ও প্রচার (BJP Starts Campaign) ৷ কলকাতার পৌর ভোটের জন্য বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি৷ কিন্তু শুক্রবারই 23 নম্বর ওয়ার্ডে গণেশ টকিজ মোড়ে বিজেপি'র কো-অর্ডিনেটর বিজয় ওঝার নেতৃত্বে শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের দেওয়াল লিখন ৷ এলাকার একাধিক দেওয়ালে ছবি আঁকেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগে এই দেওয়াল লিখন প্রসঙ্গে বিজয় ওঝা বলেন, "দল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেন ঠিকই । কিন্তু এই ওয়ার্ডে 10 বছর ধরে আমি কাউন্সিলর। তাই আজ থেকেই জোর কদমে প্রচার শুরু করলাম। দলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর কেবলমাত্র পদ্ম ফুলের পাশে প্রার্থীর নাম লেখা হবে। তবে আমি আশাবাদী এবারও আমি হ্যাটট্রিক করব।"