Sukanta on Mamata : "2 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ দেখাব", হুঁশিয়ারি সুকান্তর - Sukanta on Mamata
নারী নির্যাতনের বিরুদ্ধে এবার পথে নামল বিজেপি। জঙ্গলমহলে বিরাট মিছিল করে প্রতিবাদ জানায় তারা। মিছিলে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । এই মিছিল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘আগামী 2 তারিখ গোটা দেশের কাছেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মুখ দেখাবো ৷’’ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকা-সহ বিশিষ্টজনেরা (BJP Protest)।