কৃষি বিলের সমর্থনে BJP-র পদযাত্রা - BJP
কৃষিবিল নিয়ে বিরোধীদের অপপ্রচার রুখতে গ্রামেগঞ্জের কৃষকদের বোঝাবে BJP। আজ কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা করল তাঁরা । আজ জলপাইগুড়ি পার্কের মোড় থেকে সমাজপাড়া পর্যন্ত মিছিল করে BJP নেতারা । BJP-রাজ্য সহ সভাপতি দ্বিপেণ প্রামাণিকের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।