Dilip Ghosh in Bankura : বাংলা সমাজবিরোধীদের দ্বারা সবথেকে বেশি উৎপীড়িত, বাঁকুড়া মহামিছিলে যোগ দিয়ে মন্তব্য দিলীপের - Dilip Ghosh in Bankura
গণতন্ত্র প্রতিষ্ঠার দলীয় মহামিছিলে বুধবার বাঁকুড়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh in Bankura)। তাঁর সঙ্গে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা ৷ বাঁকুড়ার হিন্দু হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় (BJP Rally at Bankura Town)।