BJP Party Office Captured by TMC : বিজেপির দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনা জামুড়িয়ায় - BJP Party Office Captured by TMC
আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ের পর আজ জামুড়িয়া পৌরসভার 8নং ওয়ার্ডের নাগেশ্বর কোলিয়ারি এলাকায় বিজেপির দলীয় কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (BJP Party Office Captured by TMC Goon in Ward No 8 of Jamuria Municipality) ৷ বিজেপির দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে বিজেপির কার্যালয়ে যান স্থানীয় নেতা ও কর্মীরা ৷ এর পর ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এই ঘটনায় জামুড়িয়া পৌরসভার 8নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷ অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ এর পর জামুড়িয়া থানা থেকে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷