পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Nabanna Abhijan: শুভেন্দুর নেতৃত্বে মিছিল আটকাতে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় সাঁতরাগাছিতে - বিজেপির নবান্ন অভিযান

By

Published : Sep 13, 2022, 11:42 AM IST

নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাঁতরাগাছি থেকে বিজেপির মিছিল বেরবে ৷ সেই মিছিলকে রুখতে ব়্যাফের বাহিনী 2700 সদস্যকে মোতায়েন করা হয়েছে ৷ এ দিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ শুভেন্দুর (Suvendu Adhikari) নেতৃত্বে নবান্নের দিকে আসা মিছিলকে রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে (Three Steps Security Arrangement in Santragachhi) ৷ আর ব্যারিকেডগুলিকে রাস্তার সঙ্গে লোহার ক্ল্যাম্প দিয়ে আটকে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, জল কামান ও টিয়ার গ্যাসের ব্যবস্থা রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details