Chandana Bauri আক্রান্ত বিধায়কের পরিবার, চন্দনা দুষলেন তৃণমূলকে - নিরাপত্তাহীনতায় ভুগছেন চন্দনা বাউরি
বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির (BJP MLA Chandana Bauri) গ্রামে মনসা পুজো ছিল ৷ সেই উপলক্ষ্যে তাঁর স্বামী, মেয়ে এবং শ্বশুরকে সেখানে যান। হঠাৎই কিছু দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় ৷ ঠিক কী কারণে এই ধরনের হামলা তা স্পষ্ট নয়। তবে বিধায়ক চন্দনা বাউরির দাবি, তাঁরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী (BJP MLA Chandana Bauri Blames TMC for Attack)। তিনি এও জানান, পুরো পরিবার-সহ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ৷ বিষয়টি নিয়ে গঙ্গাজলঘাটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে হামলার পুরো বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল (TMC) ৷