KMC Election 2021 : নির্বাচন কমিশনের দফতরের মেঝেতে বসে প্রতিবাদ শুভেন্দুদের - Bjp leaders protesting at state election commission office
কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অশান্তির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি (Suvendu Adhikari protesting at SEC) ৷ প্রতিবাদে এদিন কমিশনের দফতরের মেঝেতেও বসে পড়েন শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়ক ৷