BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানকে ঘিরে শুরু পুলিশের ধরপাকড় - শিলিগুড়ি পুলিশ কমিশনারেট
নবান্ন অভিযানের আগে (BJP Nabanna Abhijan) বিজেপি কর্মী-সমর্থকদের আটকাতে শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি স্টেশন কার্যত দখলে নিয়ে নিল পুলিশ। সোমবার বিকেল থেকেই ওই দুই স্টেশনে পুলিশবাহিনী মোতায়েন করা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) তরফে। আর কলকাতাগামী ট্রেনের সময় হতেই ওই দুই স্টেশনে আগত বিজেপি কর্মী-সমর্থকদের আটক করতে শুরু করে পুলিশ। ঘটনায় বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়ায় রেলস্টেশন চত্বরে। দুই স্টেশনের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরেও (Bagdogra International Airport) নজরদারি ছিল পুলিশের। বাগডোগরা বিমানবন্দরে আটক করা হয় বিজেপির দার্জিলিং জেলা হিলের সভাপতি মনোজ দেওয়ান-সহ তাঁর অনুগামীদের। পাশাপাশি শিলিগুড়ি স্টেশনে আটক করা হয় কানাইয়া পাঠক-সহ বেশ কয়েকজন বিজেপির যুব মোর্চার সদস্যদের।