পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sukanta Majumdar on by poll Results : 2024 লোকসভা নির্বাচনে আসানসোলে আমরাই জিতব, হার নিশ্চিত জেনে মন্তব্য সুকান্তর

By

Published : Apr 16, 2022, 2:07 PM IST

বালিগঞ্জ বিধানসভায় তথাকথিত সংখ্যালঘু ভোটার 42 শতাংশ ৷ তাই একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির 31 হাজার ভোট পেয়েছিল ৷ এমনকি হিন্দু অধ্যুষিত এলাকায় কোথাও কোথাও মাত্র 5 শতাংশ ভোট পেয়েছে পদ্মফুল ৷ তাই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে ধর্তব্যের মধ্য়েই ধরেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বললেন, "আমাদের ভোটার হয়তো ভোট দিতে নামেননি ৷" তবে 2024-এ বালিগঞ্জ, আসানসোল দুই-ই জিতবে গেরুয়া শিবির বলে আশাবাদী সুকান্ত ৷ এবারের মতো আগামী দিনেও সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে অন্য শিবিরে চলে যাবে বলে জানালেন বিজেপি নেতা (BJP leader Sukanta Majumdar hopes to win Asansol and Ballygunge in 2024 Lok Sabha Election) ৷

ABOUT THE AUTHOR

...view details