প্রয়োজনে মা দুর্গার মতো ত্রিশূলকে অবলম্বন করবেন BJP কর্মীরা : রাজু বন্দ্যোপাধ্যায় - তৃণমূল কংগ্রেস
বরানগর প্রগতি সংঘের মাঠে বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি কিশোর কর, সম্পাদক চণ্ডীচরণ রায় সহ অন্যরা । সংবর্ধনা জানানোর সময় রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় একটি ত্রিশূল । আর তা হাতে নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যকে অশান্ত করার জন্য সমাজবিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তা প্রতিহত করতে প্রয়োজনে মা দুর্গার মত ত্রিশূলকে অবলম্বন করবেন BJP কর্মীরাও ।" এনিয়ে তৃণমূল নেতা নির্মল ঘোষ বলেন, এটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের মানায় । পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব হিংসার রাজনীতি বিশ্বাস করে না ।