Droupadi Murmu: নয়া রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে রসগোল্লার হাঁড়িতে লেখা দ্রৌপদী মুর্মু - BJP Initiative to Congratulate the New President Droupadi Murmu
এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে একেবারে প্রস্তুত বঙ্গ বিজেপি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানাতে ঢালাও মিষ্টির ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে (BJP Initiative to Congratulate the New President Droupadi Murmu)। বাঙালিদের প্রিয় রসে ভরা রসগোল্লার ও কমলাভোগের হাঁড়িতে লেখা হল দ্রৌপদী মুর্মুর নাম।
TAGGED:
Droupadi Murmu