পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপি হিন্দুত্ব থেকে সরে গেছে, বলছেন শিবসেনা নেতা

By

Published : Jan 19, 2021, 4:58 PM IST

"বিজেপি হিন্দুত্ব থেকে সরে গেছে" । বললেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার ৷ আজ কোচবিহারে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোচবিহার জেলায় 9টি আসনে প্রার্থী দেবে শিবসেনা । গোটা রাজ্যে 100টি আসনে প্রার্থী দেবে তারা । তিনি আরও বলেন, "বিজেপি একমাত্র দল নয় যারা হিন্দুত্বের ঠেকা নিয়ে বসে আছে ৷ বিজেপি হিন্দুত্ব থেকে সরে গেছে ৷ " 23 জানুয়ারি কলকাতা ও আসানসোলে নেতাজি সুভাষচন্দ্র বসু ও বালা সাহেব ঠাকরের জন্মদিন পালন করবে দল ৷

ABOUT THE AUTHOR

...view details