Chaitali Tiwari : বাবুলের শপথ মিটল, এবার আসানসোল পৌরনিগম নিয়ে খোঁচা জিতেন্দ্র জায়া চৈতালীর - Asansol Municipal Corporation
বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ এরপরেই আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়রের শপথ নেওয়া নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ তিনি আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ৷ কাউন্সিলর জানান, এতদিন বাবুল সুপ্রিয়র শপথ না নেওয়া প্রসঙ্গে তৃণমূল রাজ্যপালকে দায়ী করছিল ৷ তাহলে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ গঠিত না হওয়ার জন্য কাকে দায়ী করবে তৃণমূল ? এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন "তিনি (চৈতালী তিওয়ারি) কী বলছেন, আমি বুঝতে পারছি না । হ্যাঁ আমাদের কিছুটা দেরি হয়েছে মেয়র পরিষদ গঠন করতে । সঙ্গে সঙ্গে হয় নাকি ? দু-একদিনের মধ্যে মেয়র পারিষদের নামের তালিকা বেরিয়ে যাবে ।" (BJP Councillor Chaitali Tiwari raises question over Asansol MNC after Babul Oath)