KMC Election 2021 : ভাগাড়ের মাংস থেকে ম্য়ানহোলে মৃত্যু, পৌরনিগমের ভূমিকায় প্রশ্ন বিজেপি প্রার্থীর - বিজেপি প্রার্থীর ভোট প্রচার
ভাগাড়ের মাংস থেকে ম্য়ানহোলে পড়ে অটোচালকের মৃত্যু, ভোটের প্রচারে বেরিয়ে (Vote Campaign) এমনই সব ইস্যু তুলে ধরলেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 27 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মঞ্জু জয়সওয়াল (BJP Candidate Manju Jaiswal) ৷ আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) লড়াইয়ের ময়দানে নেমেছেন মঞ্জু ৷ দল তাঁকে বড় দায়িত্ব দিয়েছে ৷ এদিকে, হাতে সময়ও আর বেশি নেই ৷ তাই সকাল থেকেই রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করছেন মঞ্জু ও তাঁর দলীয় সহকর্মীরা ৷