পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dance Controversy: দশমীতে প্রাক্তন বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল সাংসদের নাচ - প্রবীর ঘোষাল

By

Published : Oct 5, 2022, 11:08 PM IST

শ্রীরামপুরে ঠাকুর বিসর্জনে বর্তমান সাংসদ ও প্রাক্তন বিজেপি প্রার্থী নাচ (BJP Candidate Dances with TMC MP on Dashami)। যা দেখে হতভম্ব অনেকেই । শ্রীরামপুরের 5 ও 6 এর পল্লির দুর্গাপুজোর বিসর্জন করতে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । সেখানেই উত্তরপাড়ার প্রাক্তন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে (Prabir Ghoshal) নাচতে দেখা যায় । বির্সজনের বাজনার সঙ্গে দুই প্রবীণ নেতা 2 হাত তুলে নাচেন । সেই সঙ্গে দশমীতে দু'হাত মিলে শুভেচ্ছা বিনিময় করেন দুই রাজনীতিবিদ । তাতে অনেক কিছু প্রশ্ন উসকে দিয়েছে রাজনৈতিক মহলে । তাহলে কি আবারও তৃণমূলে প্রবীরবাবু । তবে এখনই সে প্রসঙ্গ মানতে নারাজ দুই নেতাই । বিসর্জনের দিন দুই নেতার নাচ সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ।

ABOUT THE AUTHOR

...view details