পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নিকাশি নালা সংস্কারের দাবিতে বিজেপির পথ অবরোধ - BJP blocked the road demanding drainage reform

By

Published : Feb 15, 2021, 10:58 PM IST

নিকাশি নালা সংস্কারের দাবিতে কাঁকসার পানাগড় বাজারে চৌমাথা মোড় অবরোধ করল বিজেপি । এবিষয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, ‘‘পানাগড় বাজারের অধিকাংশ জায়গায় নিকাশি নালা সংস্কার না হওয়ার কারণে অধিকাংশ রাস্তার উপরে জল জমে এলাকার মানুষকে সমস্যায় পড়ছেন । পাশাপাশি নিকাশি নালা সাফাই না হওয়ার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে । বার বার তৃণমূল পরিচালিত কাঁকসা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনও ফল হচ্ছে না ।’’ সোমবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা পানাগড় বাজারের চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় । বিজেপির রাস্তা অবরোধে দুর্গাপুর থেকে আসানসোলগামী সমস্ত যাত্রীবাহী বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ABOUT THE AUTHOR

...view details