BJP Agitation: অনুব্রতর নাকের ডগায় পার্থর 'সং' সাজিয়ে মিছিল বামেদের - বোলপুরে বামেদের বিক্ষোভ মিছিল
মুখ্যমন্ত্রীকে দুর্নীতির দায় নিতে হবে । এই দাবিতে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের সামনে বামেদের বিক্ষোভ মিছিল (BJP Agitation on SSC Scam in Bolpur) ৷ কেবল অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের সামনে নয়, হুইল চেয়ারে পার্থ চট্টোপাধ্যায়ের 'সং' সাজিয়ে এদিন বোলপুর শহরজুড়ে ঘোরানো হয় ৷ পরে বোলপুর চৌরাস্তায় কুশপুত্তলিকা দাহ করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতির দায়ে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। এই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর, এমনই দাবিতে তৃণমূল কার্যালয়ে সামনে এদিন মিছিল করল বামেরা।