Bike Hit Woman: বাইকের ধাক্কা মহিলাকে, সামনে এল সিসিটিভি ফুটেজ - Bike Hit Woman in Dehradun
পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে দেরাদুনের দালানওয়ালা থানা এলাকায় (Dehradun Dalanwala Police Station) । দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ফুটেজে দেখা যায় এক মহিলা দুধ নিয়ে ফিরছিলেন, রাস্তা পারাপারের সময় একটি তীব্র গতিতে বাইক তাঁকে ধাক্কা মারে (Bike Hit Woman) ৷ সংঘর্ষে গুরুতর আহত হন মহিলা । বাইকের গতি এতটাই দ্রুত ছিল যে মহিলাটিকে বাইকটি অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় । স্থানীয় লোকজন ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন । বাইক আরোহী পলাতক ৷