দুর্ঘটনায় মৃত বাইক আরোহী, বাসে আগুন - bike accident
বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর । তাঁর নাম আতাব মণ্ডল (25)। মঙ্গলবার নদীয়ার চাকদহে 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা । বাজার থেকে বাড়িতে ফেরার সময় নবদ্বীপ-বারাসত রুটের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থানেই আতাবের মৃত্যু হয় । দুর্ঘটনার পর স্থানীয়রা বাসে আগুন দেয় ও পথ অবরোধ করে । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।