পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bengali New Year Celebration : ঐতিহ্যের দাসপুরের নাড়াজোল রাজবাড়িতে বর্ষবরণ - Bengali New Year Celebration At Daspur Rajbari

By

Published : Apr 15, 2022, 9:07 PM IST

নেই রাজা, নেই রাজত্ব ৷ বাংলা নতুন বছরকে একেবারে অন্যভাবে বরণ করে নিলেন এলাকার মানুষ-সহ রাজবাড়ির সদস্যরা। কথিত আছে 1820 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল রাজবাড়ি তৎকালীন রাজা মহেন্দ্রলাল খান 1 বৈশাখ শুরু করেছিলেন বাংলার নববর্ষকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মূলত আগেকার মত না হলেও তাঁরা সেই অনুষ্ঠানের রীতি আজও ধরে রেখেছে, তাই বাংলা নতুন বৎসরের শুরুর দিনেই রাজ পরিবারের সদস্যরা আজও নববর্ষের আড্ডা চালিয়ে যাচ্ছেন ৷ নাচ, গান, আবৃতি ছড়ায় বাংলা নববর্ষের প্রথম দিন জমজমাট হয়ে ওঠে দাসপুরের ঐতিহ্যের নাড়াজোল রাজবাড়ি (Bengali New Year Celebration At Daspur Rajbari)।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details