Chaitra Sale : দু'বছর পর উঠেছে নিষেধাজ্ঞা, চৈত্র সেলে বিকিকিনিতে মজে বাঙালি - চৈত্র সেলে বিকিকিনিতে মজে বাঙালি
টানা দু'বছর করোনার জন্য নিষেধাজ্ঞা ছিল জনসমাগমে ৷ ফলে বাঙালির চৈত্র সেলের আনন্দ মাটি হয়েছে ৷ চলতি বছরে কমেছে করোনার প্রকোপ, উঠে গিয়েছে যাবতীয় নিষেধাজ্ঞা ৷ ফলে আবার ফিরেছে সেই পুরনো ছবি ৷ হাতিবাগান থেকে গড়িয়াহাট, সেল কেনাকাটা করতে পথে নেমেছে বাঙালি ৷ চৈত্রের শেষ দিনেও দেখা গেল, দোকানে দোকানে উপচে পড়েছে ভিড় (Chaitra Sale) ৷