পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mount Ali Ratni Tibba: 'মাউন্ট আলি রত্নি শৃঙ্গ'-জয় করে বাড়িতে ফিরলেন চিন্ময় মণ্ডল, জানালেন অভিজ্ঞতা - চার বাঙালি অভিযাত্রী

By

Published : Sep 15, 2022, 10:48 PM IST

যে কোনও ট্রেকিংয়ে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি। সেই চ্যালেঞ্জ এবং মনের জোরেই এতবড় সাফল্য এসেছে। হিমাচলের 'মাউন্ট আলি রত্নি টিব্বা'-(Mount Ali Ratni Tibba) শৃঙ্গ জয় করে বাড়িতে ফিরে ইটিভি ভারতকে এমনই প্রতিক্রিয়া দিলেন পর্বতারোহী চিন্ময় মণ্ডল। প্রথম ভারতীয় হিসেবে দুর্গম 'মাউন্ট আলি রত্নি টিব্বা'-শৃঙ্গ পর্বতারোহণ করে ইতিমধ্যে কৃতিত্ব অর্জন করেছেন চার বাঙালি অভিযাত্রী (Bengal Trekkers Climb Up Mount Ali Ratni Tibba) ৷ তাঁরা হলেন অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, বিনয় দাস এবং দিবস দাস। লক্ষ্যপূরণ করার পর হিমাচল প্রদেশ থেকে বৃহস্পতিবার বঙ্গে ফিরেছেন এই চার বাঙালি পর্বতারোহী। ভারতের নাম উজ্জ্বল করায় তাঁদের এদিন সংবর্ধিতও করা হয় বিভিন্ন সংগঠনের তরফে। দুর্গম এই পর্বতারোহণে গিয়ে বারাসতের হৃদয়পুরের বাড়িতে ফিরে চিন্ময় মণ্ডল ইটিভি ভারতকে জানালেন অভিজ্ঞতা ৷ আগামীতে তাঁর লক্ষ্যের কথাও ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে জানালেন পর্বতারোহী চিন্ময় মণ্ডল।

ABOUT THE AUTHOR

...view details