KK Demise : ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল... ভক্তদের কাঁদিয়ে তিলোত্তমা ছাড়ল কেকে'র নিথর দেহ - Bengal pays last respect to KK with gun salute
শেষ কবে কোনও শিল্পীকে এমন মর্মান্তিক বিদায় জানিয়েছে দেশের সংস্কৃতির পীঠস্থান, মনে করতে পারছেন না কেউই ৷ সুভাষ মুখোপাধ্যায় যথার্থই বলেছিলেন, "বাংলা ভাষার এই এক মাধুর্য ৷ আসছি বলে স্বচ্ছন্দে চলে যাওয়া যায় ৷" কারণ কলকাতার অনুরাগীদের সামনে গাইতে মুখিয়ে ছিলেন কেকে ৷ 'কলকাতা আমি আসছি' ৷ 10 মে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন 'পল'-এর স্রষ্টা ৷ কিন্তু গান স্যালুটে শহর ছাড়ল তাঁর নিথর দেহ ৷ মঙ্গলবার সন্ধেয় গুরুদাস কলেজের অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ ৷ বুধবার সকালে রবীন্দ্রসদনে রাজ্য সরকারের দেওয়া গান স্যালুটে সংগীতশিল্পীর নিথর দেহ যখন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিল, তখন অস্ফুটেই অনুরাগীদের মন গেয়ে উঠছিল 'হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' (Bengal pays last respect to KK with gun salute) ৷
TAGGED:
KK Demise