নির্বাচন প্রক্রিয়ায় কড়া নজর কানিয়ালালের - বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচন পক্রিয়ার প্রতি কড়া নজর কানিয়ালালের
শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন ৷ সেই নির্বাচন প্রক্রিয়া দেখতেই বুথে বুথে ঘুরে বেরাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আরওয়াল ৷ রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের কেন্দ্র ঘুরে সাংবাদিকদের জানান, ‘‘মানুষ স্বতফূর্তভাবে ভোট দিচ্ছেন । আমি ইসলামপুরে থাকায় দুপুরের পরে গিয়ে ভোট দেব ৷’’