নারী নিরাপত্তা, মেয়েদের স্বনির্ভর করা; লক্ষ্য স্থির লাভলীর - একুশের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রসের প্রার্থী অরুন্ধতী মৈত্র
একুশের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রসের প্রার্থী অরুন্ধতী মৈত্র ৷ তবে রুপোলি পর্দায় লাভলী মৈত্র নামেই পরিচিত তিনি ৷ রুপোলি পর্দায় দাপিয়ে কাজ করার পর সাংসারিক জীবনে মন দেন লাভালী ৷ সিরিয়াল জগতে ক্যামব্যাক করেছেন আগেই ৷ এবার পুরোদস্তুর রাজনীতির ময়দানে ৷ ভোটের রণাঙ্গনে তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী, আরেক রুপোলি তারকা অঞ্জনা বসু ৷ তবে তা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি ৷ পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ভোটের বৈতরণী পার করতে চান লাভলী মৈত্র ৷