কেমন হল দ্বিতীয় দফা ? চুলচেরা বিশ্লেষণ ইটিভি ভারত-এ - কেমন হল দ্বিতীয় দফা
কেমন হল দ্বিতীয় দফার নির্বাচন? বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এল ৷ অভিযোগ উঠল বুথ দখলের ৷ এ-সব কি কমিশনের ব্যর্থতা, নাকি কেন্দ্রীয় বাহিনীর? কী বলছে বিজেপি? তৃণমূলের অভিযোগই বাকি? কোন পথে বাংলা ৷ নির্বাচনী পর্যালোচনায় : প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী, বিজেপি নেতা প্রণয় রায়, তৃণমূল নেতা অসীম বসু, ই-টিভি ভারত নিউজ কো-অর্ডিনেটর দীপঙ্কর বসু, কলকাতা ব্যুরো চিফ সুমন্ত রায়চৌধুরী ৷